ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

তামিমের ফিফটিতে চ্যালেঞ্জ মোকাবিলা করছে টাইগাররা

২৯৯ রানের লক্ষ্য। এতো রান তড়া করে বাংলাদেশ দল কোনদিনও জেতেনি বিষয়টি এমনও নয়। তবে সংখ্যাটা একেবারেই কম, হাতেগোনা ৪ বার। ২০০৯ সালে বুলাওয়েতে জিম্বাবুয়ের দেওয়া লক্ষ্য তাড়ায় নেমে ৩১৩ রান করে ৪ উইকেটে ম্যাচ জিতেছিল টাইগাররা।


মঙ্গলবার (২০ জুলাই) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ জিতে প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের স্বাদ দিতে গেলে সেই স্মৃতি ফিরিয়ে আনতে হবে লাল-সবুজের প্রতিনিধিদের। তামিম ইকবালের ফিফটিতে সে পথেই এগোচ্ছে বাংলাদেশ দল।


এদিন হারারের স্পোর্টস ক্লাব মাঠে আগে ব্যাট করে স্কোর বোর্ডে ২৯৮ রানের বিশাল পুঁজি পেয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সামনে ছুঁড়ে দিয়েছে ২৯৯ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য। এই টার্গেট টপকাতে নেমে লিটন দাসকে নিয়ে শুরু থেকে দেখেশুনে খেলেন তামিম। বলের মান বিচার করে কোনও ঝুঁকি না নিয়ে খেলে ৪৬ বলে নিজের ওয়ানডে ক্যারিয়ারের ৫২তম ফিফটি তুলে নেন তিনি। যেখানে ৪টি চারের সঙ্গে ২টি ছক্কা হাঁকান তামিম।


যদিও তামিমের ফিফটির পরেই লিটন আউট হন ৩১ রান করে। তার ৩৭ বলের ইনিংসটি ৩টি চারের মারে সাজানো।


এই প্রতিবেদন লেখার সময় লিটনের উইকেট হারিয়ে ১৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৮৮ রান। যেখানে তামিম ৫১ রানে অপরাজিতে আছেন। জয়ের জন্য ২১৬ বলে বাংলাদেশ দলের প্রয়োজন ২১১ রান।










































































































সুত্রঃ অধিকার 

ads

Our Facebook Page